নোটিশ :

বিস্তারিত

কৈখালী ইউনিয়ন পরিষদ। শ্যামনগর সাতক্ষীরা।

কৈখালী ইউ.পি টি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সর্বদক্ষিনে বিশ্ববিখ্যাত ম্যানগ্রোভ বন সুন্দরবন এলাকায় অবস্থিত। ইউনিয়নটি উত্তর দক্ষিনে লম্বা আকৃতির। ইউনিয়নের পূর্ব দক্ষিনে কোল ঘেষে রয়েছে মালাঞ্চ নদী। এই ইউনিয়নের পশ্চিমে ঈশ্বরীপুর ইউরিয়ন। উত্তরে বুড়ি গোয়ালীনি ইউনিয়ন পরিষদ। পূর্বে বৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন এবং দক্ষিনে রমজাননগর ইউনিয়নের সীমানা স্পর্ষ করেছে।

 

  • ক) নাম – ৫নং কৈখালী ইউনিয়ন পরিষদ।
  • খ) আয়তন – ৪৯ (বর্গ কিঃ মিঃ)
  • গ) লোকসংখ্যা – ৩৯,৬৭৮ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
  • ঘ) গ্রামের সংখ্যা – ২২ টি।
  • ঙ) মৌজার সংখ্যা –৯ ২ টি।
  • চ) হাট/বাজার সংখ্যা -৪ টি।
  • ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – বাসে ১৫ কিঃমিঃ পর্যন্ত ভেটখালী বাজার তারপর ৩ কিঃমিঃ মোটর সাইকেল যোগে আসতে হয়।
Share on:
20 October,2019